শনিবার- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইল সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

gaza-juddho-biriti-israel-sofor
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত থাকার মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স ইসরাইলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি সেখানে গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় অংশ নেবেন।

বিমানে ওঠার আগে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিলেও সিঁড়ি থেকে তাদের উদ্দেশ্যে হাত নাড়েন ভ্যান্স।

এদিকে সোমবার গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। নেতানিয়াহুর কার্যালয় জানায়, ভ্যান্স ও তার স্ত্রী ইসরাইলে কয়েকদিন অবস্থান করবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

রোববার ইসরাইলি হামলা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে ভ্যান্স বলেন, যুদ্ধবিরতি আপাতত অনিয়মিতভাবে চলবে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত থাকলে হামাসকে নির্মূল করা হবে। এতে হামাসের নিরস্ত্রীকরণ ও অবশিষ্ট জিম্মিদের মরদেহ হস্তান্তরের বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে।

ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, ভ্যান্স নেতানিয়াহুর সঙ্গে গাজা যুদ্ধবিরতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। আলোচনায় গাজায় বহুজাতিক বাহিনী মোতায়েন ও হামাসের নিরস্ত্রীকরণ বিষয়টি গুরুত্ব পেতে পারে।

এদিকে ইসরাইলি চ্যানেল ১২ জানিয়েছে, রাষ্ট্রদূত উইটকফ ও কুশনার নেতানিয়াহুকে বলেছেন যুদ্ধবিরতি চুক্তিকে বিপন্ন না করেই ইসরাইলের নিরাপত্তা রক্ষা সম্ভব।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়, গাজায় মানবিক সহায়তা সহজতর ও যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য সোমবার প্রায় ২০০ মার্কিন সেনা ইসরাইলে পৌঁছেছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়