সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রুশ তেল আমদানিতে ভারতকে সতর্ক করলেন ট্রাম্প

rashiar-tel-amdani-bondho-shulk
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়েছেন, যে ভারতের রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে ভারতীয় পণ্যের ওপর ‘বড় ধরনের শুল্ক’ আরোপ করা হবে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে চলমান উত্তেজনাকে আরও তীব্র করবে।

রোববার স্থানীয় রাতে এয়ার ফোর্স ওয়ানে এক সাংবাদিক ভারতের ওপর শুল্ক বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে এবং মোদি তাকে আশ্বস্ত করেছেন যে রাশিয়ার তেল কেনা বন্ধ করবেন। তবে ট্রাম্প আরও যোগ করেন, যদি ভারত এই দাবি করে, তাহলে “বিশাল শুল্ক” দিতে হবে।

এরই মধ্যে ট্রাম্প প্রশাসন ভারতীয় রফতানিপণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়িয়েছে। এই শুল্ক টেক্সটাইল থেকে শুরু করে ওষুধশিল্পসহ বিভিন্ন খাতে প্রযোজ্য। ট্রাম্প জানিয়েছেন, ভারত রাশিয়ার তেল আমদানি বন্ধ না করলে শুল্ক বহাল থাকবে এবং প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে।

গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, মোদির সঙ্গে তার ফোনে কথা হয়েছে এবং মোদি তাকে রাশিয়ার তেল আর কিনবেন না বলে আশ্বস্ত করেছেন। তবে ভারতের বিদেশ মন্ত্রণালয় এই দাবিটি অস্বীকার করেছে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে আন্তর্জাতিক বাজারে বিধিনিষেধের কারণে রাশিয়া সস্তায় তেল বিক্রি করছে, যা কিনে ভারত তার রপ্তানি চাহিদা পূরণ করছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করছে, ভারতের এই তেল ক্রয় রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়