শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণে আশ্বাস দিলেন বিএনপি মহাসচিব

bnp-shikkha-pratisthan-jatiyonkaron-ashwash
ছবি সংগৃহীত

বিএনপি ক্ষমতায় এলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হবে—বৈঠকে শিক্ষকদের সঙ্গে আশ্বাস দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়করণ আন্দোলন ঐক্য জোটের শিক্ষক নেতাদের আশ্বাস দিয়েছেন, ক্ষমতায় এলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে। রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে শিক্ষকেরা এই সন্তুষ্টি প্রকাশ করেন।

বৈঠক শেষে সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজীজী জানান, শিক্ষকদের দাবিগুলো বিএনপি মহাসচিব মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি শুধু আশ্বাসই দেননি, বাস্তবায়নের দিকেও মনোযোগী হয়েছেন। বৈঠকে শিক্ষকেরা প্রস্তাব দেন, আপাতত ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করা হলে অন্যান্য দাবিগুলো পরবর্তীতে বিবেচনা করা যেতে পারে।

আজীজী জানান, ফখরুল অর্থ উপদেষ্টার সঙ্গেও ফোনে কথা বলেন এবং শিক্ষকদের প্রস্তাব ও আর্থিক বিষয়গুলো বিস্তারিত আলোচনা হয়। শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে বিএনপি মহাসচিবের আন্তরিকতা আন্দোলনে নতুন প্রেরণা যোগ করেছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়