শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ওমানে দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে, পরিবারের হাতে হস্তান্তর

oman-probashi-durghotona-lash-deshe
ছবি সংগৃহীত

ওমানে ট্রাকের ধাক্কায় নিহত ৮ প্রবাসীর লাশ বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে এসেছে। চট্টগ্রামে পৌঁছানোর পর নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর লাশ দেশে ফিরেছে। শনিবার রাত সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

৮ অক্টোবর বিকেলে ওমানে মাছবাহী ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিবার ও বাংলাদেশ দূতাবাস ও ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

রোববার সকাল সাড়ে নয়টায় সন্দ্বীপের এনামনাহার মাড় সংলগ্ন পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সাতজনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাদের লাশ পরিবারের হাতে হস্তান্তর করে নিজ নিজ গ্রামে দাফন সম্পন্ন করা হয়। রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের আলাউদ্দিনকেও তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।

নিহতরা হলেন সন্দ্বীপের সাতজন প্রবাসী—আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন, মো. বাবলু, মো. জুয়েল, মো. রনি—এবং রাউজানের আলাউদ্দিন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়