সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন

shahjalal-bimanbandor-agnikando-tadonto-committee
ছবি সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির আহ্বায়ক করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারীকে। সদস্য হিসেবে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড–এর প্রথম সচিব রইচ উদ্দিন খান ও তারেক হাসান এবং ঢাকা কাস্টম হাউস–এর যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসান। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন উপসচিব পঙ্কজ বড়ুয়া।

কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত না করতে কাস্টম হাউসে বিশেষ ব্যবস্থায় কার্যক্রম চালু রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড। অগ্নিকাণ্ডে ক্ষতির প্রকৃত চিত্র জানতে কমিটির তদন্ত প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়