শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নেতানিয়াহু দেশটির নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করেছেন

doha-israel-attack-hamas-deaths
ছবি সংগৃহীত

নীতিগত কিছু ইস্যু, যেমন কাতারে হামলা এবং গাজা সিটি দখলের অভিযানকে কেন্দ্র করে মতবিরোধের ফলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাচি হানেগবিকে বরখাস্ত করেছেন।

জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান নিয়োগ দেওয়া হবে বলে তজাচি হানেগবিকে জানিয়ে দিয়েছেন মঙ্গলবার ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট-এর এক প্রতিবেদনে নেতানিয়াহু।ফলে হানেগবির দায়িত্বকাল শেষ হচ্ছে।

এছাড়া হানেগবি নিজেও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইসরাইলের সাম্প্রতিক ব্যর্থতাগুলো নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানেগবি বলেছেন, ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনায় ইসরাইলের ব্যর্থতার ব্যাপারে বিস্তারিত তদন্ত প্রয়োজন এবং তিনি সেই ব্যর্থতার দায় নিজে গ্রহণ করছেন।

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম, যার মধ্যে ইসরাইলের চ্যানেল ১২, জানিয়েছে যে গত মাসে কাতারে হামাস নেতাদের ওপর বিমান হামলা এবং গাজা সিটি দখলের সামরিক অভিযানের কারণে হানেগবি ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়।

অভিযান শুরু হওয়ার আগে মন্ত্রিসভায় হানেগবি নেতানিয়াহুর গাজা দখলের প্রস্তাবের বিরোধিতা করেন।

“গাজা সিটি দখল করলে ইসরাইলি বন্দিদের জীবনের ঝুঁকি বাড়বে, তিনি সতর্ক করে বলেন। আমি সেনাপ্রধান ইয়াল জামিরের সঙ্গে সম্পূর্ণ একমত। এ কারণেই আমি প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিরোধিতা করছি।”

৯ সেপ্টেম্বর দোহায় ইসরাইলি হামলায় পাঁচ হামাস সদস্য এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। বিশ্বব্যাপী দেশগুলো এই হামলার নিন্দা করেছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়