শনিবার- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশের বিমানবন্দরে পুনরায় চালু হলো আমদানি পণ্য খালাস

hazrat-shahjalal-airport-cargo-clearance
ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর প্রবেশপথ দিয়ে আমদানি কার্গো কমপ্লেক্সের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে পণ্য খালাসের কার্যক্রম চালু করা হয়।

অগ্নিকাণ্ডের দুই দিন পর আজ তিনটি এয়ারের পণ্য হস্তান্তর করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে সাময়িকভাবে এখান থেকে পণ্য খালাসের প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান কার্গো কমপ্লেক্সের কর্মকর্তারা।

তারা জানান, দ্রুত কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য শাহজালাল বিমানবন্দরের আইসিটি ভবন সাময়িকভাবে কার্গো কমপ্লেক্সের ব্যবহারের জন্য প্রদান করা হবে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট  অগ্নিকাণ্ডের তৃতীয় দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্স পর্যবেক্ষণ করছে।

ব্যবসায়ীদের দাবি গতকাল রবিবার বিকেলে আগুন সম্পূর্ণ নির্বাপণ হলেও এ ঘটনায় ১২ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়