Search
Close this search box.

বুধবার- ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি ও অনিয়ম তদন্তে কমিশন গঠন

পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি ও অনিয়ম তদন্তে কমিশন গঠন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিগত কয়েক বছরে সংঘটিত বিভিন্ন আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক অনিয়ম–দুর্নীতি তদন্তের লক্ষ্যে বিশেষ কমিশন গঠন করা হয়েছে।

গত বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী রফিকুল ইসলামের নির্দেশে গঠিত ৪৯ সদস্যের এই কমিশন এ তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই বিশেষ কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঘটে যাওয়া শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, র‌্যাগিং, আসন–বাণিজ্য, চাঁদাবাজিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্ত করবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম হেমায়েত জাহান স্বাক্ষরিত দাপ্তরিক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম হেমায়েত জাহানকে এই বিশেষ কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, হলের প্রাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের এই কমিশনে রাখ হয়েছে। কমিশনকে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সব ধরনের অনিয়ম–দুর্নীতির বিষয়ে নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে সুপারিশমালা জমা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের প্রয়োজনে সাব-কমিশন গঠন করতেও এ কমিশন ক্ষমতাপ্রাপ্ত হয়েছে।

ওই দাপ্তরিক আদেশে আরও বলা হয়, জুলাই ২০২৪–এর বিপ্লবের পরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই বিশেষ কমিশন গঠন করা হয়েছে। ওই সময়ে দেশব্যাপী গণ–আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং এর পর থেকেই বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

এ বিষয়ে বিশেষ কমিশনের চেয়ারম্যান এস এম হেমায়েত জাহান বলেন, ‘সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বে যত অপকর্ম হয়েছে, সবকিছুর সুষ্ঠু তদন্ত করা হবে এবং এসব অপকর্ম আর যাতে পরে না হয়, সে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়