Search
Close this search box.

বৃহস্পতিবার- ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দীর্ঘ প্রতীক্ষার পর মা-ছেলের অপূর্ব মিলন: লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানালেন তারেক রহমান

দীর্ঘ প্রতীক্ষার পর মা-ছেলের অপূর্ব মিলন
ছবিঃ সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর লন্ডনের হিথরো বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত হন তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি হিথরো বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরের ভিভিআইপি গেটে ইমিগ্রেশন কার্যক্রম শেষে খালেদা জিয়াকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ অ্যাম্বুলেন্স প্রস্তুত ছিল।

খালেদা জিয়াকে স্বাগত জানাতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদসহ অসংখ্য নেতা-কর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তারা স্লোগান দিয়ে তাদের নেত্রীকে স্বাগত জানান।

এর আগে মঙ্গলবার রাতে খালেদা জিয়া ঢাকার গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশে রওনা দেন। গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের দুই পাশে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে উপস্থিত ছিলেন। স্লোগানে স্লোগানে তারা তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানান।

বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে নেয়া হবে খালেদা জিয়াকে। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তার পরিবার এবং দলের পক্ষ থেকে আগে থেকেই যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়