
জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক সভা আগামীকাল শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
কমিশনের এই প্রথম সভাটি বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলবে। এতে দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন। মূলত, আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনের লক্ষ্যে এই আলোচনা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি কমিশনের উদ্দেশ্য, কর্মপন্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখবেন।
জাতীয় ঐকমত্য কমিশনের এই সভায় সংবিধান সংস্কার, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, প্রশাসনিক কাঠামোর উন্নয়ন এবং রাজনৈতিক দলের মধ্যে সংলাপ বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
নিউজটি পড়েছেন : ১০০