বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডাকসু ভোট: বিকেলে ভোটগ্রহণ শেষ, মধ্যরাতেই ফলাফল

daksu-nirbachon-2025-folafol
ছবি সংগৃহীত

বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে এবার প্রায় পূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় ভোট শেষ হওয়ার পর রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী জানিয়েছেন, রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী। তিনি জানান, মোট ভোটারের প্রায় ৮০ শতাংশ বা তার বেশি ভোট কাস্ট হয়েছে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বেশ কিছু কেন্দ্রে গণনা শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টার মধ্যেই অধিকাংশ ভোট কাস্ট হয়। বিকেল পর্যন্ত শহীদুল্লাহ মুসলিম হলে ৭৫%, সলিমুল্লাহ মুসলিম হলে ৭৯%, অমর একুশে হলে ৬২% এবং বিজয় একাত্তর হলে ৮৫.০২% ভোট পড়ে।

এবারের ডাকসু নির্বাচনে ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার ছিলেন। পাঁচটি ছাত্রী হলে ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৫৯ এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন। ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ প্রার্থী। এছাড়া ১৮টি হলে মোট ২৩৪ পদে লড়ছেন এক হাজারেরও বেশি প্রার্থী। অন্তত ১০টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়