
এক পাশে ব্যাটাররা আসা-যাওয়া করছিলেন, কিন্তু সৌম্য সরকার ছিলেন স্থির। ফিফটিতে পৌঁছানোর আশা তার ব্যাটে ঝলক দিচ্ছিল।
শেষ ৬ ম্যাচে যা দেখা যায়নি, তা এবারও হলো না। এই সময়ে বাংলাদেশের কোনো ওপেনার ফিফটি করতে পারেননি। সৌম্য সরকার, যিনি ফিফটির আশা দেখাচ্ছিলেন, এবারও তা পূরণ করতে পারলেন না।
৩০তম ওভারে সেঞ্চুরি ছোঁয়ার ঠিক পরেই বিদায় নিলেন তিনি। আকিল হোসেইনের বলটা ভেতরের দিকে ঢুকছিল। সেটা স্লগ সুইপ করতে গিয়ে ব্যর্থ হলেন।
সৌম্য সরকার বলটি মিড উইকেট দিয়ে সীমানা ছোঁয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু খারি পিয়েরে বাউন্ডারি লাইনে সহজ ক্যাচ হাতছাড়া করলেন না।
সৌম্য বিদায় নিয়েছেন ৮৯ বলে ৪৫ রান করে। বাংলাদেশ তাদের অর্ধেক ব্যাটার হারিয়ে ফেলেছে ১০৩ রানেই।
নিউজটি পড়েছেন : ৮৪





















