শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সৌম্য সরকারের ব্যাটে ফিফটির স্বপ্ন পূরণ হলো না

soumyo-sorkar-fifty-hope-khari-pierre-catch
ছবি সংগৃহীত

এক পাশে ব্যাটাররা আসা-যাওয়া করছিলেন, কিন্তু সৌম্য সরকার ছিলেন স্থির। ফিফটিতে পৌঁছানোর আশা তার ব্যাটে ঝলক দিচ্ছিল।

শেষ ৬ ম্যাচে যা দেখা যায়নি, তা এবারও হলো না। এই সময়ে বাংলাদেশের কোনো ওপেনার ফিফটি করতে পারেননি। সৌম্য সরকার, যিনি ফিফটির আশা দেখাচ্ছিলেন, এবারও তা পূরণ করতে পারলেন না।

৩০তম ওভারে সেঞ্চুরি ছোঁয়ার ঠিক পরেই বিদায় নিলেন তিনি। আকিল হোসেইনের বলটা ভেতরের দিকে ঢুকছিল। সেটা স্লগ সুইপ করতে গিয়ে ব্যর্থ হলেন।

সৌম্য সরকার বলটি মিড উইকেট দিয়ে সীমানা ছোঁয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু খারি পিয়েরে বাউন্ডারি লাইনে সহজ ক্যাচ হাতছাড়া করলেন না।

সৌম্য বিদায় নিয়েছেন ৮৯ বলে ৪৫ রান করে। বাংলাদেশ তাদের অর্ধেক ব্যাটার হারিয়ে ফেলেছে ১০৩ রানেই।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়