শনিবার- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এক্সে বড় পরিবর্তন, ইলন মাস্কের মন্তব্য

elon-musk-grok-ai-ex-content-algorithm
ছবি সংগৃহীত

খুদে ব্লগিং প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) অ্যালগরিদমে বড় ধরনের পরিবর্তন আনছে। ইলন মাস্ক জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পুরো প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর পরামর্শব্যবস্থা চালু হবে। এর ফলে ব্যবহারকারীদের ফিডে দেখানো কনটেন্ট নির্বাচনের পুরনো হিউরিস্টিকস পদ্ধতি মুছে ফেলা হবে।

এক্সে দেওয়া এক পোস্টে ইলন মাস্ক জানিয়েছেন, আগামী ৪–৬ সপ্তাহের মধ্যে সব হিউরিস্টিকস মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তনের পর এক্সের AI মডেল ‘গ্রোক’ ব্যবহারকারীদের আগ্রহ ও আচরণের ভিত্তিতে সবচেয়ে প্রাসঙ্গিক ও আকর্ষণীয় কনটেন্ট দেখাবে। ফলে পোস্টগুলো অনুসারীর সংখ্যার পরিবর্তে মান ও প্রাসঙ্গিকতার ভিত্তিতে বেশি মানুষের কাছে পৌঁছাবে। ব্যবহারকারীরাও নিজের ফিড আরও স্বাধীনভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।

ইলন মাস্ক জানিয়েছেন, এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নতুন পরামর্শব্যবস্থা পোস্ট প্রদর্শনের ধরণ পরিবর্তন করবে। আগের মতো ভালো পোস্টও কম মানুষের কাছে পৌঁছানোর সমস্যা দূর হবে, এবং কনটেন্ট দেখানো হবে আরও ব্যবহারকারীর পছন্দ ও আচরণের ভিত্তিতে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়