
মুস্তাফিজের ঘূর্ণি আর সাইফ-হৃদয়ের ঝলমলে ব্যাটিংয়ে সুপার ফোরে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। শেষ ওভারের রোমাঞ্চে ১ বল হাতে রেখেই শ্রীলংকাকে পরাজিত করেছে টাইগাররা।
টস জিতে প্রথমে ব্যাট করে শ্রীলংকা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৬৮ রান। দলের পক্ষে দাসুন শানাকা ৩৭ বলে ৬৪* রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ৩ উইকেট নেন, সমান ১৪৯ উইকেট নিয়ে তিনি সাকিব আল হাসানের সঙ্গে দেশের সর্বোচ্চ টি-টোয়েন্টি উইকেটশিকারির রেকর্ডে ভাগ বসান।
জবাবে বাংলাদেশ ইনিংসের শুরুতে দ্রুত তানজিদ ও লিটনকে হারালেও ব্যাট হাতে দৃঢ়তা দেখান সাইফ হাসান ও তাওহিদ হৃদয়। সাইফ ৪৫ বলে ৬১ এবং হৃদয় ৩৭ বলে ৫৮ রান করেন। শেষদিকে রোমাঞ্চ ছড়ালেও ১ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে টাইগাররা। শামিম ১৪ এবং নাসুম অপরাজিত ১ রান নিয়ে মাঠ ছাড়েন।
আগামী ২৪ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।