বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিউইয়র্কে চার বিশ্বনেতার সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসঃ শফিকুল আলম

prodhan-upodeshta-yunus-baitthak
ছবি সংগৃহীত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সদর দপ্তরে চার দেশের শীর্ষ নেতার সঙ্গে একান্ত বৈঠক করেছেন, যেখানে নির্বাচন, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে চার দেশের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও কসোভোর প্রেসিডেন্ট ভজোস্যা ওসমানির সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এসব বৈঠক বাংলাদেশের সঙ্গে চার দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আলোচনায় আসন্ন জাতীয় নির্বাচন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, গণতান্ত্রিক রূপান্তর এবং রোহিঙ্গা সংকট স্থান পায়।

ইতালির প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-ইতালি বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন এবং ডিসেম্বরে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। রোহিঙ্গা ইস্যুতেও চার দেশের নেতারা সমর্থন পুনর্ব্যক্ত করেন। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সাম্প্রতিক বন্যায় প্রাণহানির ঘটনায় সমবেদনা জানান প্রধান উপদেষ্টা।

এ ছাড়া যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস রাউন্ডটেবিলে অংশ নিয়ে শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান অধ্যাপক ইউনূস।

সূত্রঃ বাসস

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়