শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষকদের দাবি বাস্তবায়নে কাজ চলছে: সি আর আবরার

shikkhokder-dabi-niye-sarkarer-uddog
ছবি সংগৃহীত

বেতন কাঠামো ও বাড়ি ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের আশ্বাস দিয়েছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানান, দাবি বাস্তবায়নে প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।

শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে কাজ করছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, বাড়ি ভাড়ার বিষয়টিতে সরকার সংবেদনশীল এবং এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী বছর একটি উন্নত বেতন কাঠামো বাস্তবায়ন সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব রেহানা পারভীন বলেন, শিক্ষকদের দাবি পর্যালোচনায় অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তিনি জানান, অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে থাকলেও প্রক্রিয়া চালু রয়েছে। আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রেহানা পারভীন আরও বলেন, বরাদ্দের শতকরা হারে উন্নতির মাধ্যমে একটি উত্তোরণ ঘটছে। শিগগিরই জাতীয় বেতন স্কেল চালু হলে শিক্ষকদের দাবির বিষয়ে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি এ প্রক্রিয়ায় সবার সহযোগিতা কামনা করেন এবং কিছুটা সময় দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়