
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দাবি করেছেন, দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি এখন উন্নত হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ভালো-মন্দ মিলিয়ে কাজ করছে, তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ইতিবাচক। সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর পল্টনে অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘আর্থিক খাতে স্বচ্ছতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন অর্থ পাচারের প্রসঙ্গ টেনে বলেন, পাচারকারীরা খুবই স্মার্ট এবং বিভিন্ন কোম্পানি আয়-ব্যয়ে নানা জটিল হিসাব দেখিয়ে অর্থ বিদেশে পাচার করছে। এ ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
একই অনুষ্ঠানে সাবেক বাণিজ্য সচিব শুভাশীষ বসু বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য তথ্য যাচাই-বাছাই অপরিহার্য। পরে সংবাদকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ‘ইআরএফ ইনস্টিটিউট’ উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা।