বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সম্পূর্ণ নগ্ন দৃশ্য নিয়ে অস্বস্তির অভিজ্ঞতা জানালেন জেসিকা অ্যালবা

জেসিকা অ্যালবা নগ্ন দৃশ্য
ছবি: ডিপিএল

সৌদি আরবের জেদ্দায় চলছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর। উৎসবের দ্বিতীয় দিনে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন হলিউড অভিনেত্রী জেসিকা অ্যালবা। এসময় তিনি অভিনয় জীবনের এক অস্বস্তিকর ঘটনার কথা তুলে ধরেন।

জেসিকা অ্যালবা জানান, ২০০৫ সালে টিম স্টোরি পরিচালিত মার্ভেলের ‘ফ্যান্টাস্টিক ফোর’ ছবিতে সু স্টর্ম চরিত্রে অভিনয় করার সময় একটি দৃশ্য তাকে প্রচণ্ডভাবে অস্বস্তিতে ফেলেছিল। ছবিতে একটি দৃশ্যে সু স্টর্ম ব্রিজের ওপর সম্পূর্ণ নগ্ন অবস্থায় দৃশ্যমান হন, যা অভিনেত্রীর কাছে ছিল সবচেয়ে অপছন্দের মুহূর্ত।

তিনি বলেন, “দৃশ্যটি ছিল ভয়ানক। বাস্তব জীবনে আমাকে খুব অস্বস্তিতে ফেলেছিল। আমি রক্ষণশীল পরিবারে বড় হয়েছি এবং নিজেরও কিছু সীমাবদ্ধতা আছে। সেই দৃশ্যের কথা ভাবলেই এখনও খারাপ লাগে।”

তবে অ্যালবা সু স্টর্ম চরিত্রটিকে এখনও সম্মান করেন। তার মতে, সু স্টর্ম সেই সময়ের প্রচলিত ন্যারেটিভ ভেঙে নারী চরিত্রকে নতুন মাত্রায় উপস্থাপন করেছিল—মা-সুলভ, দয়ালু, আবার একই সঙ্গে দৃঢ় ও সাহসী।

নতুন সিনেমায় জেসিকা অ্যালবা

অ্যালবা জানান, তিনি বর্তমানে ডাকোটা জনসনের পরিচালনায় নতুন ছবি ‘আ ট্রি ইজ ব্লু’–তে অভিনয় করছেন। এ ছবিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন চার্লি এক্সসিএক্স ও ভ্যানেসা বার্গহার্ট। ছবিটি একটি মা–মেয়ের স্বাধীনতা নিয়ে দ্বন্দ্বের গল্প। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই রেড সি ফেস্টিভ্যালে সিনেমাটি প্রদর্শনের সম্ভাবনা রয়েছে।

নিজস্ব প্রযোজনা সংস্থার লক্ষ্য

সম্প্রতি অ্যালবা লেডি মেটালমার্ক এন্টারটেইনমেন্ট নামে নিজের প্রযোজনা সংস্থা চালু করেছেন। তার লক্ষ্য-হলিউডে বৈচিত্র্যময় গল্প তুলে ধরা।

তিনি বলেন, “আগে গল্পে বৈচিত্র্যের ঘাটতি ছিল। এর কারণ অনেক গল্প বলার ক্ষমতা ছিল নির্দিষ্ট গোষ্ঠীর হাতে। নারী চরিত্রগুলোকে সব সময় উদ্ধার পাওয়ার অপেক্ষায় দেখানোর দরকার নেই। নারীরা পরিবারের অর্থনৈতিক সিদ্ধান্তের বড় অংশ নিয়ন্ত্রণ করে-তাদের গল্পও গুরুত্ব পাওয়ার দাবি রাখে।”

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়