বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এআইয়ের ফাঁদে বিভ্রান্তি: ভুয়া ছবি-ভিডিও চিনবেন যেভাবে

এআই ছবি ভিডিও
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও এখন এতটাই বাস্তবসম্মত হয়ে উঠেছে যে, সাধারণ মানুষ তো বটেই—অনেক সময় সাংবাদিক, রাজনৈতিক নেতা ও দায়িত্বশীল ব্যক্তিরাও বিভ্রান্ত হচ্ছেন। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই-নির্মিত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে উদ্বেগজনক হারে।

সম্প্রতি মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারের সামনে একদল প্রবাসী বাংলাদেশিকে ব্যানার হাতে ‘রেমিট্যান্স শাটডাউন’-এর দাবি জানাতে দেখা যায়—এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবিটি বাস্তব মনে হলেও পরে দেখা যায়, সেটি গুগলের এআই টুল জেমিনাই ব্যবহার করে তৈরি। ছবির কোণায় থাকা এআই জলছাপ ও যাচাই টুলে পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হয়।

এই ঘটনা নতুন নয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দাবি, সামাজিক আন্দোলন কিংবা সংবেদনশীল ইস্যুকে কেন্দ্র করে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার প্রবণতা বেড়েছে। ‘দেখলেই বিশ্বাস’—এই অভ্যাসই এখন সবচেয়ে বড় ঝুঁকির জায়গা হয়ে দাঁড়িয়েছে।

ছবি দেখে এআই শনাক্ত করবেন যেভাবে

অস্বাভাবিক শারীরিক গঠন খেয়াল করুন:
এআই ছবিতে মানুষের হাতের আঙুল বেশি বা কম হতে পারে, চোখ-মুখ একরকম দেখাতে পারে কিংবা কান ও দাঁতের গঠনে অসংগতি থাকে।

ব্যাকগ্রাউন্ডের লেখা ও ব্যানার দেখুন:
সাইনবোর্ড বা পোস্টারে বানান ভুল, অস্পষ্ট বা অর্থহীন লেখা এআই ছবির সাধারণ লক্ষণ।

অতিরিক্ত নিখুঁত হলে সন্দেহ করুন:
সবাই খুব সুন্দর, আলো নিখুঁত, পরিবেশ অস্বাভাবিকভাবে পরিপাটি—এসব বাস্তব ছবিতে খুব কমই দেখা যায়।

এআই টুলের জলছাপ বা লেবেল খুঁজুন:
অনেক সময় ছবির কোণায় ‘AI Generated’ বা নির্দিষ্ট টুলের নাম লেখা থাকে।

উৎস যাচাই করুন:
অচেনা আইডি বা নতুন পেজ থেকে আসা সংবেদনশীল ছবি হলে সতর্ক থাকুন। বড় ঘটনা হলে মূলধারার গণমাধ্যমে খবর থাকার কথা।

সাধারণ যুক্তি প্রয়োগ করুন:
ঘটনা সত্য হলে একাধিক ছবি, একাধিক সূত্রে খবর আসত—এই প্রশ্নটি নিজেকে করুন।

ভিডিও দেখে এআই বোঝার উপায়

চোখের পলক ও দৃষ্টি স্বাভাবিক কি না দেখুন:
এআই ভিডিওতে চোখ অনেক সময় স্থির ও প্রাণহীন থাকে।

ঠোঁটের নড়াচড়া ও কণ্ঠ মিলছে কি না খেয়াল করুন:
কথার সঙ্গে ঠোঁটের নড়াচড়া না মিললে সেটি ডিপফেক হতে পারে।

আবেগ ও মুখভঙ্গি পর্যবেক্ষণ করুন:
হাসি, কান্না বা রাগ একরকম থাকলে সন্দেহ বাড়ে।

পটভূমি ও ঘটনার যৌক্তিকতা ভাবুন:
গুরুত্বপূর্ণ ঘটনার ভিডিও কিন্তু কোথাও খবর নেই-এটি বড় সতর্ক সংকেত।

ভিডিও ছড়ানো অ্যাকাউন্টের ইতিহাস দেখুন:
একই আইডি থেকে বারবার এআই ভিডিও ছড়ালে সেটি বিশ্বাসযোগ্য নয়।

বিশেষজ্ঞরা বলছেন, অনেক ক্ষেত্রেই এআই ছবি বা ভিডিও শনাক্ত করতে জটিল সফটওয়্যার প্রয়োজন হয় না। একটু সচেতনতা, পর্যবেক্ষণ ও যুক্তি প্রয়োগ করলেই ভুয়া কনটেন্ট চিহ্নিত করা সম্ভব।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়