সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

narayanganj-thikadar-mritu
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে পড়ে মো. রিপন মিয়া (৪৫) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শহরের নতুন কোর্ট এলাকায় এই ঘটনা ঘটে।

রিপন মিয়া ভোলার লালমোহন এলাকার মোস্তফা কবিরাজের ছেলে। পরিবারসহ তিনি নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

রিপন মিয়ার ছোট ভাই ইমাম হোসেন জানান, তার ভাই দীর্ঘদিন ধরে ঠিকাদারের কাজ করে আসছিলেন। দুর্ঘটনার দিন তিনি সমিতির ভবনের পঞ্চম তলায় কাজ শুরু করেন। কাজের শুরুতেই তিনি মিনিক্রেন ব্যবহার করে মালামাল ওঠানোর পরীক্ষা করছিলেন। ক্রেন চালু হওয়ার সঙ্গে সঙ্গে কম্পন সৃষ্টি হলে ভারসাম্য হারিয়ে রিপন মিয়া নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানজিলা হারুন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে এবং তার শরীরের বিভিন্ন অংশ ভেঙে গেছে।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির জানান, দুপুরের নামাজের সময় তিনি শুনেন ওপর থেকে একজন নিচে পড়ে গেছে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন একজন ঠিকাদার নিচে পড়ে আছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়