
দুপুরের কিছু আগে হঠাৎ আগুন লাগে আশুলিয়ার আয়েশা ক্লথিং কারখানার দ্বিতীয় তলার গুদামে। মুহূর্তেই ধোঁয়ায় ভরে যায় ভবনটি, শ্রমিকরা দ্রুত বের হয়ে যায়, আর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ঢাকার সাভারের আশুলিয়ায় পলমল গ্রুপের তৈরি পোশাক কারখানা আয়েশা ক্লথিংয়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কারখানার দ্বিতীয় তলার গুদামে আগুন দেখা যায়। শ্রমিকেরা আগুন দেখতে পেয়ে দ্রুত বাইরে বেরিয়ে যান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ও জিরাবো ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কারখানার শ্রমিক হাবীবুর রহমান জানান, হঠাৎ করে ধোঁয়া বের হতে দেখে সবাই দ্রুত কারখানা থেকে বের হয়ে যান। ওই তলায় শিপমেন্টের জন্য প্রস্তুত তৈরি পোশাক রাখা ছিল বলে জানান তিনি। ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চল-৪ এর উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।