রবিবার- ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মানসিক রোগীদের সেবায় নিবেদিত ঠাকুরগাঁওয়ের আতিকুর রহমান আতিক

atikur-rahman-atik-mental-health-charity
সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ের আতিকুর রহমান আতিক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার তোররা বাজারের বাসিন্দা। তিনি ২০০৮ সাল থেকে তিনি নিরলসভাবে মানবিক কর্মকাণ্ডে যুক্ত। আতিক দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে মানবতার সেবায় কাজ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

২০১১ সালে তিনি তোররা ইসলামী আদর্শ পাঠাগার প্রতিষ্ঠা করেন। এরপর ২০১৭-১৮ সাল থেকে তিনি মূলত রাস্তায় পড়ে থাকা অসহায়, মানসিক ভারসাম্যহীন এবং ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়াতে শুরু করেন।

প্রতি সপ্তাহে একবার হরিপুরের মানসিক ভারসাম্যহীন মানুষদের গোশত-ভাত খাওয়ানোর আয়োজন করা। প্রতি মাসে একবার তাদের গোসল করানো ও চুল কেটে দেওয়া হয়। এখন পর্যন্ত পাঁচজন গুরুতর মানসিক রোগীর চিকিৎসার ব্যবস্থা করেছেন। হাত-পা পচে যাওয়া বা মাংসের ভেতরে আংটি ঢুকে যাওয়ার মতো জটিল রোগীদেরও তিনি সেবা দিয়ে থাকেন। তাঁর প্রচেষ্টায় এখন পর্যন্ত ৯ জন মানসিক রোগীকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

ঈদের আনন্দ শুধু নিজের জন্য নয়, তিনি তা অসহায়দের মধ্যেও ছড়িয়ে দেন। মো. আতিকুর রহমান আতিক নতুন কাপড় পরিয়ে, খাবার খাইয়ে ঈদের উৎসবের মুহূর্তগুলো ভাগাভাগি করেন। তার এই মানবিক প্রচেষ্টা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়