
সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, বর্তমান সময়ে মানুষ আওয়ামী লীগকেই সবচেয়ে বড় রাজাকার মনে করে। ১০ সেপ্টেম্বর ( বুধবার ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফারুকী লেখেন, রাজাকারের আক্ষরিক অর্থ ছাড়াও রাজনৈতিক অর্থ আছে। যারা নিজের দেশ ও মানুষের বিরুদ্ধে গিয়ে অন্য দেশের হয়ে কাজ করে, তারাই রাজাকার। এ সূত্র ধরে বর্তমান সময়ে মানুষ আওয়ামী লীগকে রাজাকার মনে করছে।
তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ কীভাবে স্বাধীনতা বিরোধী শক্তিতে পরিণত হলো, তা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য গবেষণার বিষয় হতে পারে। তার দাবি, গত ১৬ বছরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অন্যের কাছে বিকিয়ে দেওয়া হয়েছে।
ফারুকীর ভাষ্যে, ১৯৭১ সালের নায়করা সমসাময়িক বাস্তবতায় ভিলেনে পরিণত হতে পারে। তাই ৭১-এর অবদান দিয়ে বর্তমান সময়ের অন্যায় ঢেকে রাখা সম্ভব নয়।