বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রংপুর সীমান্তে কঠোর নজরদারি, বিজিবির জালে ৫০১ চোরাকারবারি

bgb-rangpur-operation-2025
ছবি: সংগৃহীত

চলতি বছর রংপুর রিজিয়নের আওতাধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের পরিচালিত অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫০১ জন আসামিকে গ্রেপ্তার করেছে এবং প্রায় ৬০ কোটি টাকার চোরাচালানপণ্য জব্দ করেছে।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে উত্তর-পশ্চিম রিজিয়ন (রংপুর)-এর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত রংপুর রিজিয়নের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ৭১ হাজার ৩৪০ বোতল ফেন্সিডিল, প্রায় ১০ কেজি হেরোইন, ২ কেজি কোকেন, ১২ হাজার ১২৭ বোতল বিদেশি মদ, ২ হাজার ৯ কেজি গাঁজা, ২৪ হাজার ৪৭৮ পিস ইয়াবা ও ১২ লাখ ৯৮ হাজার ৩ পিস ভায়াগ্রা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এ সময় ৫০১ জনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অভিযান চলাকালে একটি পিস্তল, ছয়টি এয়ারগান, সাত কেজি গানপাউডার, ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি নিয়মিত নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধ সীমান্ত পারাপার, জালনোট, মাদক ও নারী-শিশু পাচার বিষয়ে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়