বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রশাসন দখলে বিএনপি-জামায়াতের ভূমিকা: তথ্য উপদেষ্টার মন্তব্য

bnp-jamaat-administration-takeover-mahfuz-alam
সংগৃহীত ছবি

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম  মন্তব্য করেন যে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত ভাগ-ভাটোয়ারা করে প্রশাসন দখল করেন। এর পাশাপাশি তিনি বলেন গণমাধ্যম এখনো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করছেন।

মাহফুজ আলম বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সব রাজনৈতিক গোষ্ঠীকে স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছা ও ঐকমত্য ছাড়া এই লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। তাঁর বক্তব্যে দেশীয় রাজনীতিতে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা’ বিষয়ক গোলটেবিল বৈঠকে মাহফুজ আলম বলেন, সব রাজনৈতিক গোষ্ঠীকে স্বার্থের ঊর্ধ্বে উঠে  কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছা ও ঐকমত্য ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা’ বিষয়ক গোলটেবিল বৈঠকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সিভিল মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্টমুক্ত না করে মিডিয়াকে ফ্যাসিস্টমুক্ত করা সম্ভব নয়। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে মতপ্রকাশের স্বাধীনতায় বাধা না দেওয়ার আহ্বান জানান।

সে খানে উপস্থিত অন্যান্য বক্তারা মন্তব্য করেন, বিগত সরকারের আমলে গণমাধ্যমে যে অনিয়ম ছিল তা থেকে মুক্ত করার সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা কার্যকর করেনি। তারা আরও বলেন, কোনো কোনো গণমাধ্যমের চরিত্র সরকার বদলালে বদলে যায়।

সংবাদ প্রকাশে এজেন্সিগুলো নিয়ন্ত্রণমূলক ভূমিকা পালন করছে। তারা বলেন, দেশের গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা হ্রাস করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়