বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মা ইলিশ সংরক্ষণে লক্ষ্মীপুরের মৎস্য বিভাগ কঠোর পদক্ষেপ

lakshmipur-ma-ilish-songrokkhon-avijan
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৮০,০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১৫ কেজি ইলিশ মাছএকটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় ১০ জন জেলেকে আটক করা হয়।

রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন বাংলাদেশ কোস্টগার্ডের রায়পুর বিসিজি স্টেশনও সহায়তা প্রদান করে।

পরে সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ জন জেলেকে জরিমানা করেন এবং অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেন। অপর একটি অপ্রাপ্তবয়স্ক জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া উদ্ধারকৃত ইলিশ মাছ অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন ভঙ্গ করলে ছাড় পাবেন না।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়