চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু হয়েছে। ‘ভয়েস অব স্টুডেন্টস’-এর সহ-প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সুলতানুল আরেফিনের উদ্যোগে এই সংযোগ বাস্তবায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন।
প্রাথমিকভাবে প্রায় ৩ হাজার ২০০ বর্গমিটার এলাকা জুড়ে এই স্টারলিংক নেটওয়ার্ক কার্যকর করা হয়েছে। এতে একসঙ্গে সর্বোচ্চ ২৫০টি ডিভাইস সংযুক্ত থাকতে পারবে এবং ৩০টি রাউটার ব্যবহার করা যাবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ৫৫ হাজার টাকা, আর মাসিক রক্ষণাবেক্ষণ খরচ নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২০০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, “ভয়েস অব স্টুডেন্টস দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। ভবিষ্যতে বিভিন্ন স্থানে এমন উদ্যোগ নিলে পুরো ক্যাম্পাসজুড়ে বিকল্প ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হবে।” তিনি আরও উল্লেখ করেন, জুলাই বিপ্লবের সময় যেভাবে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, এই উদ্যোগ সেই প্রেক্ষাপটে একটি ইতিবাচক প্রতিরোধমূলক পদক্ষেপ।
উদ্যোক্তা সুলতানুল আরেফিন বলেন, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। দেশের অন্য কোনো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে এভাবে শিক্ষার্থী-নেতৃত্বাধীন স্টারলিংক সংযোগ স্থাপিত হয়নি। আমি চাকসু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম—নির্বাচিত হই বা না হই, ১৪ দিনের মধ্যেই স্টারলিংক ইন্টারনেট আনব। আমার লক্ষ্য হলো, ভবিষ্যতে যেন কোনো সরকার বা প্রশাসন শিক্ষার্থীদের ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করতে না পারে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লাইব্রেরি এলাকায় এই সংযোগ চালু করা হয়েছে। সেবাটির কার্যকারিতা ও ব্যয় বিবেচনা করে পরবর্তী পর্যায়ে এটি ধীরে ধীরে ক্যাম্পাসের অন্যান্য এলাকায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।





















