বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে পৃথক অভিযানে ২ লাখ ৬৬ হাজার ইয়াবা উদ্ধার

cox-bazar-yaba-uddhar
ছবি: সংগৃহীত

কক্সবাজারে বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে মোট ২ লাখ ৬৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান জানান, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদ এলাকায় অভিযান চালানো হয়। মাদক পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ফেলে পালিয়ে যায়। পরে পানিতে ভাসমান ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আব্দুর রহিম বাদশা (৪২), মোহাম্মদ আয়াজ (রুবেল) (২৬) ও জসিম উদ্দিন (২৫)।

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৩৭ হাজারের বেশি, মৃত্যু ১৫০

এছাড়া উখিয়া থানার পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ও একটি মিনি বাস জব্দ করা হয়েছে। কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পায়রা বাস সার্ভিসের একটি গাড়ি তল্লাশি করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন মোঃ শফিকুর ইসলাম রুবেল ও মোঃ নুরুল হাকিম।

অন্যদিকে, টেকনাফ বিজিবি সাবরাং থেকে একটি অটোরিকশা তল্লাশি করে ১৬ হাজার পিস ইয়াবা, ৫ হাজার টাকা ও মোস্তাক আহমদ (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

বিজিবি জানিয়েছে, মিয়ানমার থেকে বাংলাদেশে বড় মাদকের চালান পাচারের চেষ্টা রুখতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ টহল জোরদার করা হয়েছিল।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়