
দক্ষিণ কোরিয়ার একটি অ্যাপার্টমেন্টে তেলাপোকা মারার চেষ্টা করার সময় আগুন লেগে এক নারী নিহত হয়েছেন। আরও আটজন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।
দক্ষিণ কোরিয়ার ওসান শহরে এক তরুণী তেলাপোকা মারার জন্য দাহ্য স্প্রে ব্যবহার করে লাইটার জ্বালানোর চেষ্টা করছিলেন। পুলিশ জানিয়েছে, তিনি আগেও একইভাবে পোকামাকড় নিধন করতেন। তবে সোমবারের ঘটনায় স্প্রে ও আগুনের সংমিশ্রণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো অ্যাপার্টমেন্টে। এতে এক নারী নিহত হয়েছেন এবং আরও আটজন ধোঁয়ায় অসুস্থ হয়েছেন।
আগুন লাগার পর পাশের ফ্ল্যাটে থাকা এক চীনা দম্পতি জানালা খুলে সাহায্য চাইলে আশপাশের বাসিন্দারা তাদের সন্তানকে নিরাপদে নিচে নামিয়ে নেয়। তবে জানালা বেয়ে নামার সময় স্ত্রী ভারসাম্য হারিয়ে নিচে পড়ে মারা যান।
দম্পতির নবজাতক সন্তান ও স্বামী বেঁচে গেছেন। স্থানীয় গণমাধ্যম জানায়, দম্পতি ধোঁয়ার কারণে সিঁড়ি দিয়ে নামতে পারেননি বলেই জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেছিলেন।
ওই ভবনের প্রথম তলায় দোকান ও উপরের তলাগুলোতে ৩২টি ফ্ল্যাট ছিল। দমকলকর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। সূত্র : বিবিসি





















