শনিবার- ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, ৪৯০ জন হাসপাতালে ভর্তি

dengue-mritu-o-borti-2025
ছবি সংগৃহীত

চলতি বছর ডেঙ্গুতে মোট ২০০ জন মারা গেছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও বরিশাল বিভাগে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৯০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজনের মৃত্যু ঘটে। নতুন ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৩৮ জন, ঢাকা বিভাগে ১০০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৮ জন, ঢাকা দক্ষিণে ৬৪ জন, চট্টগ্রামে ৬০ জন, ময়মনসিংহে ২৮ জন এবং রংপুরে ২২ জন রয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২০০ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৯৫ জন) ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়