
শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’
বুধবার প্রকাশিত বাণীতে তিনি ধর্মীয় সম্প্রীতি রক্ষার ওপর গুরুত্বারোপ করে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রচেষ্টা রোধ করা যায়। তিনি হিন্দু সম্প্রদায়ের উৎসবকে আনন্দমুখর ও নিরাপদ করার জন্য জনগণকে উৎসাহিত করেন এবং পারস্পরিক বন্ধুত্ব, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান।
তারেক রহমান বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যেন সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করতে না পারে। তিনি সকল ধর্ম ও পেশার মানুষের প্রতি সম্মান ও সহমর্মিতার বার্তাও পুনর্ব্যক্ত করেন।





















