বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেঙ্গু ভাইরাসে সারাদেশে সতর্কতা, চিকিৎসা এবং রোগীর সংখ্যা বৃদ্ধি

dengue-situation-bangladesh
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৩৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৩ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০২ জন, ঢাকা বিভাগে ৬৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং রাজশাহী বিভাগে ১১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৪৬,৩৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। এ ছাড়া, চলতি বছর মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৪৮,৮৬৫ জনে দাঁড়িয়েছে

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়