
রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজও (বুধবার, ২২ অক্টোবর) বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠন হাতে নিয়েছে নানা কর্মসূচি। দিনের শুরুতেই দেখে নিন উল্লেখযোগ্য কিছু আয়োজনের তালিকা।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কর্মসূচি
আজ বেলা ১১টায় রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘তামাকমুক্ত বাংলাদেশ গঠনে তরুণ চিকিৎসকদের দাবি: তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধন’ শীর্ষক আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
আমীর খসরুর কর্মসূচি
বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পিবিআই
বেলা ১১টা ৩০ মিনিট : অজ্ঞাতনামা ব্যক্তির হত্যার রহস্য উদঘাটনসহ অটোরিকশা ছিনতাইয়ের পুরো চক্র শনাক্তের বিষয়ে উত্তরায় সংবাদ সম্মেলন করবেন পিবিআই’র ঢাকা জেলার পুলিশ সুপার।
মানববন্ধন ও সংবাদ সম্মেলন
দুপুর ১টা : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের সামনে ৪৪তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের আয়োজনে একটি মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রার্থীরা তাদের যৌক্তিক দাবি হিসেবে চলতি বছরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানাবেন।
জামায়াতের কর্মসূচি
বিকাল ৫টা : রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল।





















