শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রিশাদ ১৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন

rishad-hossain-record-breaking-innings
ছবি সংগৃহীত

বল হাতে তিনি সবসময়ই ভরসার নাম। তবে ব্যাট হাতেও যে বড় শট খেলার ক্ষমতা রাখেন, সেটা আগেই জানা ছিল। আজ সেই প্রতিভার সেরা প্রকাশ ঘটালেন রিশাদ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪ বলে ঝড়ো ৩৯ রান করে ভেঙে দিলেন ১৯ বছরের পুরোনো রেকর্ড।

আগের ম্যাচেও ব্যাট হাতে আগুন ঝরিয়েছিলেন তিনি। ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলে দলকে পৌঁছে দিয়েছিলেন ২০০ রানের মাইলফলকে। তবে আজকের ব্যাটিং যেন সেই ঝড়কেও ছাড়িয়ে গেল। আগেরটা যদি হয় ‘ঝড়’, আজকেরটা নিঃসন্দেহে ‘সাইক্লোন’।

তিনি যখন ক্রিজে নামেন, তখন বাংলাদেশ ছিল বিপর্যয়ে—১৬৩ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে দল। হাতে তখনও ছিল মাত্র ৪ ওভার, ২০০ রানে পৌঁছানো তখন প্রায় অসম্ভবই মনে হচ্ছিল।

রিশাদের ‘সাইক্লোনে’ সবকিছুই সহজ হয়ে যায়। শেষ দুই ওভারেই তিনি দেখান আসল রুদ্ররূপ—মাত্র দুই ওভারে ৩৪ রান। ইনিংস শেষ করেন ৩টি ছক্কা ও ৩টি চার মেরে ৩৯ রানে, স্ট্রাইক রেট ছিল ২৭৮.৫৭।

তাতেই রিশাদ ভেঙে দিলেন ১৯ বছরের পুরোনো রেকর্ড। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে অন্তত ২৫ রান করা ইনিংসগুলোর মধ্যে সবচেয়ে দ্রুততম এখন তারই—স্ট্রাইক রেটের দিক থেকে শীর্ষে রিশাদ হোসেন।

২০০৬ সালে এই রেকর্ডটি ছিল মাশরাফি বিন মুর্তজার। বগুড়ায় কেনিয়ার বিপক্ষে ঐতিহাসিক সেই ম্যাচে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডেতে ছুঁয়েছিল ৩০০ রানের মাইলফলক। সেই সাফল্যের পেছনে বড় ভূমিকা ছিল মাশরাফির ঝড়ো ইনিংসের—১৬ বলে ৪৪ রান।

তার ৮ বছর পর সে রেকর্ডটা ছুঁয়েছিলেন সাকিব আল হাসান। তিনিও সমান বলে সমান রান করেছিলেন। তার প্রতিপক্ষটা ছিল পাকিস্তান, মঞ্চটা ছিল এশিয়া কাপের।

আজ সেই দুই রেকর্ডকেই পেছনে ফেলে নতুন ইতিহাস লিখলেন রিশাদ হোসেন। তার ঝড়ো ইনিংসেই লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়