শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৬ বছরের সেই অবিশ্বাস্য রেকর্ড ভাঙা যায়নি

sonita-worlds-largest-teddy-bear-2025
ছবি সংগৃহীত

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠার বহু বছর পর বিশ্বের সবচেয়ে বড় টেডি বিয়ার ‘সোনিতা’ ফের জনতার সামনে হাজির হয়েছে। দীর্ঘ বিরতির পর ‘মি সোনা ফেস্ট ২০২৫’-এ সে পুনরায় প্রদর্শিত হলো।

মেক্সিকোর স্টেট অব মেক্সিকোর সোনাকাতলান শহরে উৎসবের আয়োজনের পর সোনিতাকে ঘিরে শহরজুড়ে ভিন্ন এক আমেজ তৈরি হয়েছে। শনিবার থেকে দর্শনার্থীরা দলবেঁধে এই বিশাল টেডি বিয়ার দেখতে ভিড় করছেন। প্রায় ১৯ মিটার লম্বা ও ১০ টন ওজনের সোনিতা যেন রূপকথার কোনো চরিত্রের মতো মনে হচ্ছিল।

সোনিতা গোলাপি ব্লাউজ ও সাদা টুটু স্কার্টে পুরো শহরকে শৈশবের স্মৃতিতে নিয়ে গেছে। ২০১৯ সালে ৪১ জন নির্মাতা ও প্রায় দেড় শতাধিক কর্মীর সঙ্গে আইডিয়াস ফর মেক্সিকো এই টেডি বিয়ার তৈরি শুরু করে।

তিন মাসের কঠোর পরিশ্রমের পর ২০১৯ সালের ২৮ এপ্রিল সোনিতা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয় এবং স্বীকৃতি পায় বিশ্বের সবচেয়ে বড় টেডি বিয়ারের হিসেবে। রেকর্ডটি এখনও ভাঙা যায়নি।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়