শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক এমপি আ স ম ফিরোজ ও পরিবারের বিরুদ্ধে দুদকে ৩টি মামলা

a-s-m-firoz-mamla
ছবি সংগৃহীত

পটুয়াখালী ও বাউফলে চাঞ্চল্য সৃষ্টি করেছে সাবেক এমপি আ স ম ফিরোজ ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা। জ্ঞাত আয়বহির্ভূত কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, তার স্ত্রী দেলোয়ারা সুলতানা এবং ছেলে রায়হান শাকিবের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করেছে। সোমবার পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তানভীর আহমদ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

দুদকের এজাহারে বলা হয়েছে, ফিরোজের বৈধ আয়ের বাইরে তার সম্পদের পরিমাণ ৩ কোটি ২৯ লাখ টাকা, স্ত্রীর ১ কোটি ১ লাখ টাকা এবং ছেলের ৪ কোটি ২১ লাখ টাকা। এ সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।

মামলার খবর জানাজানি হওয়ার পর বাউফল ও পটুয়াখালী এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। দুদক জানিয়েছেন, মামলাগুলো তদন্তের মাধ্যমে বৈধতা যাচাই করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়