
যুব সমাজই দেশের ভবিষ্যৎ— এমন বিশ্বাস থেকে ৬৪ জেলার শ্রেষ্ঠ যুব সংগঠনকে ৫ কোটি ৪১ লাখ টাকার অনুদান প্রদান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অনুদান বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ তরুণদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
দেশের ৬৪ জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন এবং ঢাকার নির্বাচিত সংগঠনসমূহকে ৫ কোটি ৪১ লাখ টাকার অনুদান দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের চেক বিতরণ করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, এ অনুদান সংগঠনগুলোর কার্যক্রমকে আরও বেগবান করবে এবং যুব সমাজের ইতিবাচক অংশগ্রহণ দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আজকের যুবকরাই আগামী প্রজন্মের অনুপ্রেরণা, যারা দুর্নীতিমুক্ত ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে অবদান রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত আটটি সংগঠনের হাতে অনুদানের চেক তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপদেষ্টা। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্রঃ বাসস





















