শনিবার- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২০ ঘন্টা পরেও বিমানবন্দরে উঠছে ধোঁয়া

(Slug, Meta Description, Focus Keyphrase, Tag
সংগৃহীত ছবি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ২০ ঘণ্টা পার হলেও ধোঁয়া এখনও উঠছে। আগুনে পুরো কার্গো কমপ্লেক্স ধ্বংস হয়ে গেছে, বহু ব্যবসায়ীর স্বপ্ন শেষ হয়েছে। প্রবাসীদের যাত্রা তাতে বিঘ্নিত হয়েছে। সাত ঘণ্টা বন্ধ থাকার পর রাত থেকে বিমানবন্দর পুনরায় খোলা হলেও ধোঁয়া কার্গো এলাকায় এখনও দেখা যাচ্ছে।

গতকাল শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াই সময় কার্গো ভিলেজের আমদানি কমপ্লেক্সের কুরিয়ারের গুদামে আগুন লাগে। আগুন ধীরে ধীরে পুরো কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, বিমানবাহিনীর নিরাপত্তা বাহিনী, আনসার, বিজিবি, র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর ৩৭ ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য একসাথে কাজ করে সাত ঘণ্টা।

ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, বলেন, কার্গো কমপ্লেক্সে খোপ খোপ এবং কংক্রিটের দেয়ার কারণে প্রতিটি অংশকে আলাদাভাবে আগুন নিয়ন্ত্রণ করতে হয়েছে। তবে খোলা জায়গার এক্সপোজ আইটেমগুলো বাতাসের কারণে দ্রুত পুড়ে গেছে।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “সংকট অতিক্রম করতে আমাদের দেশবাসীর প্রার্থনা দরকার।” অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আলাদা তদন্ত কমিটি গঠন করেছে।

প্রধান উপদেষ্টা দপ্তরের বরাত দিয়ে বলা হয়েছে, অগ্নিসংযোগ বা নাশকতার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় ব্যবস্থা নেবে। এভাবে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত হওয়ার সুযোগ দেওয়া হবে না।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়