
আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন তুলেছে হাইকোর্ট।
হাইকোর্ট ফরিদপুরের দুটি ইউনিয়নকে অন্য আসনে যুক্ত করার নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেছে। সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।
এর আগে, গত ৯ সেপ্টেম্বর ফরিদপুর-৪ আসনের আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিট দায়েরকারীদের মধ্যে ছিলেন বিএনপির সম্ভাব্য প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলাল।
রিটকারীরা প্রজ্ঞাপন বাতিলের জন্য নির্বাচন কমিশনকে আগে ৪৮ ঘণ্টার মধ্যে লিগ্যাল নোটিশ পাঠান, কিন্তু কোনো সাড়া না পেয়ে আদালতে আবেদন করেন। এর পাশাপাশি, আলগি ও হামিরদি ইউনিয়ন স্থানান্তরের প্রতিবাদে ভাঙ্গা উপজেলায় কয়েকদিন ধরে বিক্ষোভ ও সড়ক অবরোধ চলছে।