
ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর–৪ থেকে কেটে ফরিদপুর–২ আসনে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে আবারও উত্তাল এলাকা। রোববার সকাল থেকে শুরু হয়েছে তিন দিনের সড়ক–রেল অবরোধ কর্মসূচি।
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তিন দিনের সকাল–সন্ধ্যা সড়ক ও রেল অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকাল ছয়টায় এ কর্মসূচি শুরুর পর থেকেই মনসুরাবাদ, সোয়াদী, পুখুরিয়া ও মাধবপুরসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে স্থানীয়রা অবস্থান নেন। এ সময় অনেককে কাফনের কাপড় গায়ে জড়িয়ে শুয়ে স্লোগান দিতে দেখা যায়।
অবরোধের কারণে ঢাকাগামী নকশিকাঁথা ট্রেন ভাঙ্গা রেলস্টেশনের বাইরে আটকা পড়ে এবং খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সবুজ সংকেত না পেয়ে জংশনে দাঁড়িয়ে থাকে। ফলে যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর–৪ থেকে কেটে ফরিদপুর–২ আসনে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদেই এ কর্মসূচি পালিত হচ্ছে। শনিবার বিকেলে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। তবে রাতে তাঁকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে। আন্দোলনকারীরা জানান, দাবি মানা না হলে নির্বাচন কমিশন ঘেরাও ও নির্বাচন বর্জনের মতো কর্মসূচি দেওয়া হবে।