রবিবার- ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ অভিযান: বিপুল অস্ত্র উদ্ধার, একজন গ্রেপ্তার

fotikchhari-sena-abijan-ostro-uddhar
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। এ সময় বখতিয়ার উদ্দিন মঞ্জু নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি গোপালঘাটা গ্রামের মৃত নেছারুল হকের ছেলে।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ২টা থেকে সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত খিরাম আর্মি ক্যাম্পের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে মেজর সাইফুর রহমান তুর্জো নেতৃত্ব দেন, সঙ্গে ছিলেন ক্যাপ্টেন মো. ইফতেখার আলম ভূঁইয়া ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আতিকুর রহমান। মোট ২০ জন সেনাসদস্য এ অভিযানে অংশ নেন।

অভিযানে নয়াহাট এলাকার মো. সেলিমের বাড়ি তল্লাশি চালানো হলেও কোনো কিছু পাওয়া যায়নি। তবে বখতিয়ার উদ্দিন মঞ্জুর বাড়ি থেকে উদ্ধার করা হয় চায়না পিস্তল, পয়েন্ট টুটু অস্ত্র, ১৯৯ রাউন্ড গুলি, ব্লাঙ্ক কার্তুজ, এফসিসি, মোবাইল ফোন, পাসপোর্ট, পেনড্রাইভ, মদের বোতল, চাকু, চেইন, রাবার স্টিক ও অন্যান্য সরঞ্জাম।

আটক ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়