
গাইবান্ধার সাঘাটায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটকরা হলেন ভরতখালী ইউনিয়নের উল্যাবাজার এলাকার হেলাল মিয়া (৫০) ও তার ছেলে শাওন মিয়া (২৮)।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১২ ঘণ্টার অভিযান পরিচালনা করা হয়। হেলাল মিয়ার দুটি মেডিসিন স্টোরে তল্লাশি চালিয়ে প্রায় চার লাখ টাকার অবৈধ ওষুধ জব্দ করা হয়। এসময় ৯২ পিস নিষিদ্ধ ‘টারপেন্ডা’, ১ হাজার ২০০ পিস ‘নাইম মুলিড বাবা’ নেশাজাতীয় ট্যাবলেট, বিভিন্ন ভুয়া ওষুধপত্র, একটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুটি ফিচার ফোন ও নগদ ৩ হাজার ৩৫১ টাকা উদ্ধার করা হয়।
সাঘাটা সেনা ক্যাম্পের ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন অভিযানের নেতৃত্ব দিয়েছে। আটক আসামিরা পরে সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।