বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের আন্দোলন

islami-bank-oborodh-chattogram
ছবি সংগৃহীত

অন্যায়ভাবে চাকরিচ্যুত ও ওএসডি করার অভিযোগে শনিবার ইসলামী ব্যাংকের শত শত কর্মকর্তা-কর্মচারী চট্টগ্রামের ফৌজদারহাটে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে হাজারো কর্মকর্তা অংশ নেন। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট তৈরি হয়।

অবরোধকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম অঞ্চলে প্রায় ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত এবং আরও কয়েক হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করা হয়েছে। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন। আন্দোলনকারীরা জানান, স্যালারি অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ায় পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা।

এর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে চাকরিচ্যুতরা রোববার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দেন। ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষাকে ঘিরেই বর্তমান সংকটের সূত্রপাত হয়।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়