মঙ্গলবার- ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাফলংয়ে ডুবে যাওয়া পর্যটকের মরদেহ এক সপ্তাহ পর উদ্ধার

jaflong-parjotoker-mordeh-uddhar
ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর আবু সুফিয়ান (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় নিশ্চিত করা হয় গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের বাসিন্দা ও ইলেকট্রনিক মেকানিক আবু সুফিয়ান হিসেবে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, গত বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে জাফলং ভ্রমণে গিয়ে নদীতে সাঁতার কাটতে নামেন সুফিয়ান। এ সময় হঠাৎ স্রোতের টানে তিনি নিখোঁজ হয়ে যান। দীর্ঘ সময় উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর জাফলংয়ের বল্লাঘাট এলাকায় ভেসে ওঠে তার মরদেহ।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়