
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত কর্ণফুলী টানেলের ভেতরে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে তিনজন আহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) বেলা দুইটার দিকে পতেঙ্গা থেকে আনোয়ারার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
টানেল–সংশ্লিষ্ট সূত্র জানায়, টানেলে প্রবেশের পর অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে পড়ে। এতে বিদ্যুৎ সরবরাহ লাইন ও ডেকোরেটিভ বোর্ডের সামান্য ক্ষতি হয়।
কর্ণফুলী টানেল সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, টানেলের ভেতরে নির্ধারিত গতিসীমা না মেনে দ্রুতগতিতে চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে। এতে তিনজন আহত হন। টানেলের রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানের উদ্ধারকর্মীরা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে এবং একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।
কর্ণফুলী টানেলের ট্রাফিক কন্ট্রোল রুমের সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, পতেঙ্গা থেকে আনোয়ারাগামী যাত্রীবাহী বাসটি কাত হয়ে পড়ে যায়। পরে উদ্ধার করে সেটি টোল প্লাজায় নেওয়া হয়।