
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলে বাস উল্টে আহত ব্যক্তিদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার ভোরে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে মৃত্যুবরণ করেন।
নিহত ব্যক্তি হলেন ৪২ বছর বয়সী মোহাম্মদ ফয়সাল, ডুরিয়াপাড়া ভাঙ্গারবাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে। শনিবার দুপুর ২টার দিকে ফয়সাল পরিবার ও স্বজনদের নিয়ে পতেঙ্গা থেকে আনোয়ারা উপজেলার পারকি সৈকতসংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। বাসটি টানেলের ভেতরে প্রবেশের পর অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনায় ফয়সালসহ তাঁর স্ত্রী রানু আকতার (৩১) এবং মো. ফারুক (৫৩) গুরুতর আহত হন। ফয়সালের দুই সন্তান রয়েছে—৮ ও ৪ বছর বয়সী। নিহতের চাচি ইয়াসমিন আকতার জানিয়েছেন, আহত স্ত্রী হাসপাতালে ভর্তি থাকায় তাকে ফয়সালের মৃত্যুর খবর দেওয়া হয়নি। ফয়সালের ভাই মো. বেলাল জানান, দুপুরে তার লাশ সামাজিক কবরস্থানে দাফন করা হবে।
পতেঙ্গা থানার পুলিশ পরিদর্শক ফরিদুল আলম জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
২০২৩ সালের ২৮ অক্টোবর উদ্বোধনের পর থেকে টানেলে ১২টি দুর্ঘটনা ঘটেছে, যার ফলে ৫ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৭ সেপ্টেম্বর একই এলাকায় বাসচাপায় মাইক্রোবাস চালক মোহাম্মদ সোহেল (৪০) মারা যান।