বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

লোহাগাড়ায় ফার্নিচারের দোকান থেকে ১২০ বোতল চোলাই মদ উদ্ধার

lohagara-cholai-mad-udhar
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের রাবারড্যাম এলাকায় সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে একটি ফার্নিচারের দোকান থেকে ১২০ বোতল বা ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম পূজামণ্ডপ পরিদর্শনের পথে গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালান। এ সময় লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান, এসআই সিরাজ, ইউপি সদস্য বশিরুল আলম এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

মদ উদ্ধারকালে দোকানদার একরাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। জব্দকৃত মদ পরে লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউএনও মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, অভিযানের মাধ্যমে অবৈধ মদ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়