বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় বিশেষ অভিযানে ১১ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

matuail-senabahini-kishor-gang-grfatar
ছবি: সংগৃহীত

ঢাকা জেলার মাতুয়াইল এলাকার একটি বসতবাড়িতে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের ৭১ মেকানাইজড ব্রিগেডের ১৫ ইবি (মেক)-এর একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ১১টি ধারালো দেশীয় অস্ত্র, ৫০০ গ্রাম গাঁজা এবং প্রায় ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। বুধবার (৩ ডিসেম্বর) সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে আটক ব্যক্তিরা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক বাণিজ্য ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টি করেছিল।

অভিযান শেষে জব্দ করা মালামালসহ আটক ১১ জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে ডেমরা থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়