
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা।
এর আগে সোমবার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। শিক্ষক নেতারা জানান, মঙ্গলবার দুপুরে “মার্চ টু সচিবালয়” কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি শহীদ মিনারে অবস্থান এবং কর্মবিরতিও অব্যাহত থাকবে।
শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় উন্নীতকরণ এবং আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদ।
তারা সতর্ক করে বলেন, সরকার দাবি না মানলে “মার্চ টু সচিবালয়” বা “মার্চ টু যমুনা”র মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।