বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সমান মর্যাদা নিশ্চিতে সবার প্রতি আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের

nagorik-odhikar-bangladesh-yunus
ছবি : প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ

“বাংলাদেশের প্রতিটি নাগরিক সমান মর্যাদার অধিকারী”—শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন।

ধর্ম, মত বা আর্থিক অবস্থার ভিত্তিতে কাউকে বঞ্চিত করার অধিকার রাষ্ট্রের নেই বলে মন্তব্য করেছেন মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আমরা সবাই একই পরিবারের সদস্য। মতভেদ থাকতে পারে, তবে পরিবার ভাঙবে না।”

সোমবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। তিনি আরও বলেন, নাগরিকের সকল অধিকার সংবিধানে লিপিবদ্ধ, কোনো সরকারের অধিকার নেই সামান্যতমও বৈষম্য করার। নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সবসময় সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

ইউনূস বলেন, নতুন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো—সবার নাগরিক অধিকার নিশ্চিত করা। তিনি চান, মানুষ যেন নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে নয়, বরং নাগরিক হিসেবে মুক্তভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারে। অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদ, মন্দির কমিটি ও সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্রঃ বাসস

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়